‘চলমান সংকট থেকে বিজয়ীর বেশে বেরিয়ে আসবে সিরিয়া’
‘চলমান সংকট থেকে বিজয়ীর বেশে বেরিয়ে আসবে সিরিয়া’
আলেমদের সঙ্গে বাশার আসাদের বৈঠক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদেশিদের চাপিয়ে দেয়া সংকট থেকে তার দেশ বিজয়ীর বেশে বেরিয়ে আসবে এবং আগের চেয়েও শক্তিশালী দেশে পরিণত হবে।
রাজধানী দামেস্কে সিরিয়ার একদল আলেমের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে আলেমদের প্রতিনিধিদলটি জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ তাদেরকে এ আশ্বাস দিয়েছেন যে, দেশের পরিস্থিতি কিছুদিন আগের চেয়ে এখন অনেক ভাল এবং অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী দেশ হিসেবে এ সংকট থেকে বেরিয়ে আসবে সিরিয়া।
বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট আসাদ বলেন, সেনাবাহিনীর মূল লড়াই হবে ওয়াহি ও তাকফিরি বিদ্রোহীদের বিরুদ্ধে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশের সংকটের ব্যাপারে বিশ্বের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে এবং সৌদি আরবের বিরোধিতা সত্ত্বেও বিশ্ব নেতারা সিরিয়াসহ অন্যান্য আরব দেশের সঙ্গে যোগাযোগ করছেন।
সিরিয়ার বিশিষ্ট আলেমদের প্রতিনিধিদলটি বৃহস্পতিবার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দেশটির গ্রান্ড মুফতি শেখ আহমাদ বাদরেদ্দিন হাসুন এবং দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ রেজা রাউফ শিবানি’র সঙ্গেও দেখা করেন।
সিরিয়ায় গত প্রায় তিন বছরের সংঘর্ষে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সেইসঙ্গে শরণার্থীতে পরিণত হয়েছে আরো লাখ লাখ মানুষ। আমেরিকা ও মধ্যপ্রাচ্যে তার কিছু তাবেদার শক্তি সিরিয়ায় বিদেশি সন্ত্রাসী ঢুকিয়ে দিয়ে বর্তমান পরিস্থিতি তৈরি করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন