শান্তি আলোচনা সত্ত্বেও দক্ষিণ সুদানে চলছে সংঘর্ষ: বোর শহর পুনর্দখল

শান্তি আলোচনা সত্ত্বেও দক্ষিণ সুদানে চলছে সংঘর্ষ: বোর শহর পুনর্দখল


ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যখন দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা চলছে তখন দেশে লড়াই চালিয়ে যাচ্ছে দু’পক্ষ। কৌশলগত বোর শহর থেকে বিদ্রোহী সেনারা পালিয়ে যাচ্ছে এবং সরকারি বাহিনী এটি পুনর্দখল করেছে।

দক্ষিণ সুদানের সেনা মুখপাত্র ফিলিপ আগুয়ের রাজধানী জুবায় সাংবাদিকদের জানিয়েছেন, “আগামী ২৪ ঘন্টার মধ্যে বোরের নিয়ন্ত্রণ নেয়ার মতো যথেষ্ট সেনা আমরা সেখানে প্রবেশ করিয়েছি। বিদ্রোহীরা শহরটি ছেড়ে চলে যাচ্ছে।”

দক্ষিণ সুদানে গত তিন সপ্তাহের সহিংসতায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং জাতিসংঘ বলছে, প্রায় ২,০০,০০০ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। গত মঙ্গলবার বিদ্রোহী সেনারা বোর শহরটি দখল করেছিল এবং তখন সরকারি বাহিনী বলেছিল, তারা কৌশলগত কারণে পিছু হটে গেছে। তবে এখন আগুয়ের বলছেন, “আমার মনে হয় না আজকের রাতটি বিদ্রোহীরা সেখানে কাটাতে পারবে। রাতের অন্ধকারেই তারা শহর ছেড়ে পালাবে।”
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন