জেনেভা-দুই সম্মেলনে অংশ নেবে না সিরিয়ার এসএনসি

জেনেভা-দুই সম্মেলনে অংশ নেবে না সিরিয়ার এসএনসি


সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত কথিত ন্যাশনাল কাউন্সিল বা এসএনসি আসন্ন জেনেভা-দুই সম্মেলনে অংশ নেবে না।

এসএনসি’র প্রভাবশালী সদস্য সামির নাশার শুক্রবার টেলিফোনে একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, তারা আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেবেন না।

সামির নাশার বলেন, “গত কয়েক সপ্তাহে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এসএনসির কাছে মনে হয়েছে, আসন্ন সম্মেলনে যোগ দিয়ে কোনো লাভ হবে না।”

এর আগে বিদেশি মদদপুষ্ট এসএনসি’র সাবেক প্রেসিডেন্ট জর্জ সাবরা গত অক্টোবরে বলেছিলেন, তার সংগঠন সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ না করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন