ইরানের হরমুজগান প্রদেশ ভূমিকম্প: নিহত অন্তত ১
ইরানের হরমুজগান প্রদেশ ভূমিকম্প: নিহত অন্তত ১
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে অন্তত একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। প্রদেশের বাসতাক এলাকায় বৃহস্পতিবার ভোরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ৫.৫ ছিল বলে প্রেস টিভি জানিয়েছে।
হরমুজগান প্রদেশের জরুরি ত্রাণ ও উদ্ধার বিভাগের মহাপরিচালক আরসালান বাহারি মেইমানদি জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানা বেশিরভাগ এলাকার ঘর-বাড়ি পুরনো ও মাটির তৈরি। এ কারণে তিনি জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন। বেশ কিছু উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত এলাকাগুলোতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন