গাজায় ইতালির ত্রাণকর্মীদের ঢুকতে দেয়নি মিশর সরকার
গাজায় ইতালির ত্রাণকর্মীদের ঢুকতে দেয়নি মিশর সরকার
গাজায় ইতালির ত্রাণকর্মীদের ঢুকতে দেয়নি মিশর সরকার। গাজার ক্রসিং পয়েন্ট সংক্রান্ত দপ্তরের মহাপরিচালক মাহের আবু সাবহা আজ (বৃহস্পতিবার) বলেছেন, গাজার ওপর ইসরাইলি অবরোধ বাস্তবায়নের অংশ হিসেবে মিশর সরকার ইতালির প্রতিনিধি দলকে ঢুকতে দেয়নি। ওই প্রতিনিধি দল ফিলিস্তিনিদের সহায়তা দিতে গাজা সফর করতে চেয়েছিলেন। প্রতিনিধি দলে ৫৪ জন ত্রাণকর্মী ছিলেন।
গাজার রাফাহ ক্রসিং পয়েন্ট খুলে দিতে মিশর সরকারের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনি কর্মকর্তা মাহের আবু সাবহা। মিশরের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ক্রসিং পয়েন্ট খুলে দিলে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের দুঃখ-কষ্ট কিছুটা হলেও কমবে। বিশ্বের সঙ্গে গাজার যোগাযোগের একমাত্র মাধ্যম রাফাহ ক্রসিং পয়েন্ট আজ টানা ষষ্ঠ দিনের মতো বন্ধ করে রেখেছে মিশর।
মিশরের বর্তমান সেনা নিয়ন্ত্রিত সরকার গাজার সঙ্গে সংযোগ স্থাপনকারী সুড়ঙ্গগুলোও ধ্বংস করে দিয়েছে। একইসঙ্গে গাজায় জ্বালানি সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে গাজার বাসিন্দারা আরো বেশি সমস্যায় পড়েছে। ২০০৭ সালে বর্ণবাদী ইসরাইল গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। ইসরাইলের এ অমানবিক পদক্ষেপের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে মিশর।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন