বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি আমেরিকা: জরিপ

বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি আমেরিকা: জরিপ


হোয়াইট হাউস
বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি আমেরিকা। সম্প্রতি আন্তর্জাতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের বিভিন্ন দেশে ‘উইন-গাল্লুপ ইন্টারন্যাশনালে’র পরিচালিত এক জরিপে দেখা যায়, বিশ্বব্যাপী ২৪ শতাংশ মানুষ মনে করে, আমেরিকা গোটা বিশ্বের শান্তির জন্য প্রথম হুমকি।

বিশ্বের ৬৫টি দেশের প্রায় ৬৮ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে এ ফলাফল পাওয়া যায়। এ ফলাফল থেকে বিশ্বব্যাপী মার্কিন বিরোধী জনমতের চিত্রও ফুটে ওঠে।

রাশিয়ার ৫৪ শতাংশ মানুষ মনে করে আমেরিকা বিশ্বের জন্য হুমকি। আর চীনে ৪৯ শতাংশ মানুষের ধারণাও একই রকম।

এছাড়া, লাতিন আমেরিকার দেশগুলোর মানুষও চরম হুমকির তালিকায় আমেরিকাকে শীর্ষে রেখেছে। মেক্সিকোর ৩৭ শতাংশ, ব্রাজিলের ২৬ শতাংশ ও পেরুর ২৪ শতাংশ মানুষ এককভাবে আমেরিকাকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মনে করে।

আমেরিকার বন্ধু রাষ্ট্র গ্রিস ও তুরস্কে ৪৫ শতাংশ মানুষ ওয়াশিংটনকে হুমকি হিসেবে চিহ্নিত করেছে। পাকিস্তানের ৪৪ শতাংশ মানুষের ধারণাও একই রকম।

এমনকি, খোদ মার্কিন নাগরিকরাই মনে করে, তাদের দেশ বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে।

১৯৭৭ সাল থেকে ‘উইন-গাল্লুপ ইন্টারন্যাশনাল’ বিশ্বব্যাপী এ জরিপ পরিচালনা করে আসছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন