সিরিয়ার বিজয়ে ইরান ও ব্রিকসভুক্ত দেশকে দামেস্কের ধন্যবাদ
সিরিয়ার বিজয়ে ইরান ও ব্রিকসভুক্ত দেশকে দামেস্কের ধন্যবাদ
ওয়ায়েল আল-হালকি
দামেস্কের কূটনৈতিক বিজয়ে অব্যাহত সমর্থনের জন্য বন্ধুরাষ্ট্রগুলোকে, বিশেষ করে ইরান ও ব্রিকস জোটের দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি।
গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে সিরিয়ার প্রধানমন্ত্রী বলেন, “সিরিয়া ও ইরানের মধ্যে বন্ধুত্ব অনেক মজবুত। একইভাবে রাশিয়াসহ ব্রিকস জোটের অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গেও তার দেশের মজবুত সম্পর্ক রয়েছে।” চীন, রাশিয়া, ভারত ও ব্রাজিলকে নিয়ে ব্রিকস জোট গঠিত।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিরোধী প্রস্তাবনা ঠেকিয়ে দেয়ার জন্য বেইজিং ও মস্কোকে ধন্যবাদ জানান সিরিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশ দু’টির এ অবস্থানের কারণে সিরিয়া কূটনৈতিক বিজয় অর্জন করেছে।”
রাসায়নিক অস্ত্র ধ্বংসের সিদ্ধান্তে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সিদ্ধান্তের কথা উল্লেখ করে হালকি বলেন, “রাশিয়া, চীন ও ইরানের নেতৃত্বের কারণে বিশ্বশক্তির সঙ্গে রাসায়নিক অস্ত্র ধ্বংসের ব্যাপারে চুক্তি সম্ভব হয়েছে।”
রাশিয়ার পক্ষ থেকে দেয়া প্রস্তাব অনুযায়ী সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করা ও তা ধ্বংসের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন