ফুফাকে ফাঁসি দেয়ায় উত্তর কোরিয়ায় ঐক্য ও সংহতি তুঙ্গে!

ফুফাকে ফাঁসি দেয়ায় উত্তর কোরিয়ায় ঐক্য ও সংহতি তুঙ্গে!


(ফুফার সঙ্গে কিম জং উন (ডানে
নিজের ফুফা চ্যাং সং-থায়েককে মৃত্যুদণ্ড দেয়ায় উত্তর কোরিয়ায় ঐক্য ও সংহতি একশ’ গুণ বেড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধান নেতা কিম জং-উন। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, ক্ষমতাসীন দলে বিভক্তি ঠেকাতে ফাঁসির সিদ্ধান্ত ছিল একটি দৃঢ় পদক্ষেপ।

গত ১২ ডিসেম্বর বিশ্বাসঘাতকতার অভিযোগে উত্তর কোরিয়ার নেতার প্রভাবশালী ফুফাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। নববর্ষের বার্তায় কিম জং-উন দাবি করেন, এটি ছিল দৃঢ় পদক্ষেপ। বিপ্লব বিরোধী ও বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সময়োচিত ও সঠিক সিদ্ধান্তের কারণে দলের মধ্যে ঐক্য জোরদার হয়েছে। তার দাবি, এর ফলে তাদের মধ্যে ঐক্য ও সংহতি একশ’ গুণ বেড়ে গেছে।

দুই বছর আগে কিম জং-উনের পিতা ও উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইলের মৃত্যুর পর দেশটির ক্ষমতায় বসেন কিম জং-উন। তার ক্ষমতা পাকাপোক্ত করার ক্ষেত্রে তার ফুফা ব্যাপক ভূমিকা রাখেন।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন