দক্ষিণ সুদানের পরিস্থিতির অবনতি হতে পারে: জাতিসংঘের হুঁশিয়ারি
দক্ষিণ সুদানের পরিস্থিতির অবনতি হতে পারে: জাতিসংঘের হুঁশিয়ারি
দক্ষিণ সুদানের উদ্বাস্তু
দক্ষিণ সুদানের গোলযোগ পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দেশটির চলমান সহিংসতায় হাজার হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে উদ্বাস্তু হওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এ হুঁশিয়ারি উচ্চারণ করলো। জাতিসংঘের মতে-দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
দক্ষিণ সুদানে কর্মরত জাতিসংঘ মিশন বলেছে, এ পর্যন্ত দেশটির চলমান সহিংসতায় এক লাখ ৮০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। এর মধ্যে রাজধানী জুবা, বোর, বেনতিউ, মালাকাল এবং পারিয়াংয়ের জাতিসংঘ মিশনে আশ্রয় নিয়েছে অন্তত ৭৫ হাজার মানুষ।
চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে দক্ষিণ সুদানে এ সংঘর্ষ শুরু হয়েছে। সাহায্য সংস্থাগুলো বলছে, সহিংসতার কারণে হাজার হাজার শিশু তাদের মা-বাবার কাছ থেকে বিচ্ছ্ন্নি হয়ে পড়েছে।
এর আগে, জাতিসংঘ এক রিপোর্টে বলেছে, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বিদ্রোহী নেতা রিয়েক মাচারের অনুগত সেনারা পূর্বাঞ্চলীয় জংলেই প্রদেশের রাজধানী বোরের দিকে এগিয়ে যাচ্ছে। আশাপাশে বিভিন্ন এলাকায় প্রচণ্ড সংঘর্ষ চলছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন