মার্কিন ড্রোন হামলার ব্যাপারে নওয়াজকে একহাত নিলেন ইমরান খান

মার্কিন ড্রোন হামলার ব্যাপারে নওয়াজকে একহাত নিলেন ইমরান খান


ঘাতক ড্রোন হামলার ব্যাপারে আমেরিকার বিরুদ্ধে নমনীয় হওয়ার জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দায়ী করেছেন দেশটির তেহরিকে ইনসাফ পার্টির প্রধান ইমরান খান।

তিনি বলেছেন, ড্রোন হামলার ব্যাপারে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ইসলামাবাদ। ড্রোন হামলার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন না করায় প্রধানমন্ত্রী শরীফের তীব্র সমালোচনা করেন সাবেক ক্রিকেটার ইমরান খান। তিনি বলেন, জাতিসংঘ ঘোষণার সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী এ হামলা বন্ধে মার্কিন সরকারকে বাধ্য করার আবেদন জানাতে পারত পাকিস্তান।

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা অব্যাহত থাকায় দেশটিতে ওয়াশিংটনবিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত ২৬ ডিসেম্বর এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে মার্কিন ড্রোন হামলার বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদে উত্থাপন করবে পাকিস্তান।

কিন্তু ইমরান খান বলছেন, মানবাধিকার পরিষদে না তুলে বিষয়টি নিরাপত্তা পরিষদে তোলা উচিত ছিল।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন