‘আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের মামলা করা উচিত’

‘আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের মামলা করা উচিত’


পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে অব্যাহত ড্রোন হামলার ব্যাপারে আন্তর্জাতিক ফৌজদারি আদালত-আইসিসি'তে আমেরিকার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি ইসলামাবাদের বিবেচনা করা উচিত। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন আমেরিকার ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ফ্রান্সিস বয়েল।

তিনি বলেন, আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে যে সব ড্রোন হামলা চালিয়েছে তার মধ্যে অনেকগুলো আফগানিস্তানের বাইরে থেকে চালানো হয়েছে বলে তা আইসিসি'র’র এখতিয়ারের মধ্যেই পড়ে। এ অবস্থায় এসব ড্রোন হামলার ব্যাপারে আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের মামলা করা উচিত।

তিনি আরো বলেন, ১৯৪৮ সালের গণহত্যা বিষয়ক কনভেনশন লঙ্ঘনের দায়েও আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত- আইসিজে'তে মামলা দায়েরের বিষয়টি পাকিস্তানের বিবেচনা করা উচিত।

পাকিস্তানে চলমান মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে শক্তভাবেই মামলা দায়ের করা যাবে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতপক্ষে পাকিস্তানে যা ঘটছে তা যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ। এ ছাড়া, ড্রোন হামলার মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের সরাসরি হত্যা করা হচ্ছে বলেও উল্লেখ করেন আইনের এ অধ্যাপক।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন