মার্কিন নতুন নিষেধাজ্ঞা এলে জবাব দেবে ইরান
মার্কিন নতুন নিষেধাজ্ঞা এলে জবাব দেবে ইরান
মানসুর হাকিকাতপুর
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে আমেরিকার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির উপ প্রধান মানসুর হাকিকাতপুর এ কথা বলেছেন।
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসে একটি খসড়া প্রস্তাব আনার পর এ কথা বললেন হাকিকাতপুর।
তিনি বলেন, কোনো ধরনের অন্যায় পদক্ষেপ নিলে ইরানের সংসদও একই ধরনের ব্যবস্থা নেবে। তিনি আরো বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের মতো কোনো পদক্ষেপ নেয়া হলে চলমান পরমাণু আলোচনা শেষ হয়ে যেতে পারে এবং তেহরান আর পরমাণু আলোচনা নাও চালাতে পারে।
জেনেভায় ইরান ও ছয় জাতগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে গত ২৪ নভেম্বর যে চুক্তি হয়েছে তার প্রতি সম্মান দেখাতে ইরানের এ সংসদ সদস্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। জেনেভা আলোচনায় আমেরিকার পক্ষে থেকে অংশ নিয়েছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন