ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি ও পাশ্চাত্যের প্রত্যাশা

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি ও পাশ্চাত্যের প্রত্যাশা


ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের দীর্ঘ আলোচনার পর গত ২৪ নভেম্বর জেনেভায় পরমাণু চুক্তি সই হয়। আগামী জানুয়ারি থেকে এ চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে এবং এ সময় ক্রমেই ঘনিয়ে আসছে।

জেনেভা চুক্তি সইয়ের পর গত এক মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ে দুই দফা আলোচনা হয়েছে। কিন্তু এ আলোচনা খুব একটা সফল হয়নি এবং এরমধ্যে অনেকটা সময় পার হয়েছে। জেনেভা চুক্তি লঙ্ঘন করে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের ১৯ ব্যক্তি ও কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দেয়ার পর থেকে আলোচনা স্থগিত রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, জেনেভা চুক্তির পুরোপুরি বাস্তবায়ন কেবল তখনই সম্ভব যদি ছয় জাতিগোষ্ঠীর সদিচ্ছা ও আন্তরিকতা থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ধারনা করা হচ্ছে, দু’পক্ষের মধ্যকার আস্থা সৃষ্টির পথে এখনো অনেক বাধা রয়ে গেছে। পাশ্চাত্যের কোনো কোনো রাজনৈতিক মহল এখনো ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে সন্দেহ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জেনেভা চুক্তির লঙ্ঘন নয়। ইরান স্বাভাবিক গতিতে তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় চলমান পরমাণু আলোচনার ব্যাপারে বিভ্রান্তিকর মন্তব্য করা কিংবা জেনেভা চুক্তির ব্যাপারে অযৌক্তিক কিছু প্রত্যাশা করা পাশ্চাত্যের উচিত হবে না। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস গতকাল দাবি করেছে, ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরো দ্রুত গতি করার পদক্ষেপ নিয়েছে এবং এর ফলে জেনেভা চুক্তি বাস্তবায়ন বিলম্বিত হতে পারে।

এদিকে, ইসলামী প্রজাতন্ত্র ইরান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জেনেভা চুক্তি বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলোচনার টেবিলে পারস্পরিক অনাস্থা ও অবিশ্বাস এখনো রয়ে গেছে এবং জেনেভা চুক্তিকে দীর্ঘ যাত্রা পথের সূচনা হিসেবে দেখা হচ্ছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পরমাণু চুক্তি হয়েছে তাতে এমন কিছু বিষয় আছে যা নিয়ে আগামী সোমবার দু’পক্ষের বিশেষজ্ঞরা আলোচনা বসবেন বলে কথা রয়েছে।

কোনো কোনো বিশ্লেষকের মতে, ২৪ নভেম্বর সাক্ষরিত পরমাণু চুক্তি বাস্তবায়ন অত্যন্ত কঠিন হবে। কারণ পাশ্চাত্য এখন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে গড়িমসি করছে। এ কারণে জানুয়ারি থেকে জেনেভা চুক্তি বাস্তবায়নের যে কথা রয়েছে পাশ্চাত্যের এ আচরণ তাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় জেনেভা চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের পরমাণু আলোচক দল এ আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন