থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ: একজন নিহত

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ: একজন নিহত


গত নভেম্বরে বিক্ষোভ শুরু হওয়ার পর পুলিশের সঙ্গে বেশ কয়েকবার এভাবে মুখোমুখি হতে হয়েছে তাদের
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ (শনিবার) সকালে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একজন বিক্ষোভকারী নিহত ও অপর কয়েকজন আহত হয়েছে। এ নিয়ে গত নভেম্বরে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সংঘর্ষে আট ব্যক্তি নিহত হল।

বিক্ষোভকারীরা বলেছেন, ভোররাত সাড়ে ৩টার দিকে তারা যখন তাবুতে ঘুমাচ্ছিলেন তখন গুলির শব্দ শুরু হয়। ব্যাংককের একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৩০-এর কোটায়। তবে এ গুলিবর্ষণের জন্য কাউকে দায়ী করা হয়নি বা কেউ দায় স্বীকার করেনি।

এদিকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বাধার কারণে থাইল্যান্ডের অন্তত ছয়টি প্রদেশে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীদের নাম রেজিস্ট্রেশনের কাজ বন্ধ করে দিতে হয়েছে। এর ফলে সেদেশের রাজনৈতিক সংকট আরো জটিল হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পার্লামেন্টের মাধ্যমে ক্ষমা করে দেয়ার একটি বিল পাসের চেষ্টা করলে চলমান সংকট শুরু হয়। বিলটি পাস হলে ইংলাকের ভাই থাকসিনকে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দেয়া যেত। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের পক্ষে এভাবে পদক্ষেপ নিয়ে গিয়ে বিপাকে পড়ে ইংলাক সরকার। তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং বিক্ষোভকারীরা দাবি করতে থাকেন, দৃশ্যত ইংলাক দেশের প্রধানমন্ত্রী হলেও বিদেশে বসে দেশ পরিচালনা করছেন আসলে থাকসিন সিনাওয়াত্রাই।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-কেন্দ্রীক মধ্যবিত্ত শ্রেণি কোটিপতি পরিবারের সদস্য ইংলাকের প্রধানমন্ত্রীত্বের বিরোধী। অন্যদিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত এলাকার দরিদ্র শ্রেণির ওপর ইংলাকের পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন