চীনের বোমারু বিমান মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম

চীনের বোমারু বিমান মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম


চীনের ‘সিজে-১০’ ক্রুজ ক্ষেপণাস্ত্র
চীনের নয়া পরমাণু বোমারু বিমান পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোর ওপর হামলা চালাতে সক্ষম। এ খবর দিয়েছে চীনের সরকারি পত্রিকা- ‘ওয়াচ চায়না টাইমস’।

পত্রিকাটি বলেছে, এরইমধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মি- পিএলএ’র বিমান বাহিনীর ৮ম ও ১০ম এয়ার ডিভিশনে কৌশলগত বোমারু বিমান ‘এইচ-৬কে’ মোতায়েন করা হয়েছে। এ জঙ্গীবিমান চীনের আকাশসীমায় থেকেই ‘সিজে-১০’ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মিত্র জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে।

কৌশলগত এ বোমারু বিমান একবার জ্বালানী নিয়ে ১,৫০০ থেকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারে। সেইসঙ্গে দূরপাল্লার এ ক্রুজ ক্ষেপণাস্ত্রও চীনা বিমান বাহিনীকে বিশেষ সক্ষমতা দিয়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন ঘাঁটির পাশাপাশি আমেরিকার মিত্র দেশগুলোর ঘাঁটিতে অনায়াসে হামলা চালাতে সহায়তা করবে ‘সিজে-১০’ ক্রুজ ক্ষেপণাস্ত্র।

চীনা দৈনিকটি বলেছে, দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্রটি চীনের পরমাণু অস্ত্রভাণ্ডারের একটি কৌশলগত অংশ হয়ে দাঁড়িয়েছে। চীনের আনহুই প্রদেশের আনকিং-এ অবস্থিত পিএলএ’র ১০ম ডিভিশন থেকে উড্ডয়ন করে একটি এইচ-৬কে বোমারু বিমান দক্ষিণ কোরিয়ার সবগুলো মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারবে।

গত নভেম্বরে চীনের সরকারি বার্তা সংস্থা একটি মানচিত্র প্রকাশ করে; যাতে আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলো চিহ্নিত রয়েছে। মানচিত্রটিতে দেখানো হয়েছে, চীনের কৌশলগত সাবমেরিন থেকে চালানো পরমাণু হামলায় এসব শহর কীভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার পাশাপাশি ভারত, রাশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ফিলিপাইনের বড় শহরগুলিও চীনের পরমাণু বোমার আওতায় রয়েছে। চীনের এ কৌশলগত সক্ষমতায় ভারতের চেয়ে আমেরিকা বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন