মিশরে আবার শুরু বড় ধরনের বিক্ষোভ; নিহত ৩
মিশরে আবার শুরু বড় ধরনের বিক্ষোভ; নিহত ৩
মিশরে বিক্ষোভ-সংঘর্ষ
মিশরে আবার শুরু হয়েছে সেনা সমর্থিত কথিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ-প্রতিবাদ। (শুক্রবার) বিক্ষোভে নিহত হয়েছে অন্তত তিনজন। আজ বিক্ষোভ হয়েছে পুরো মিশরে। তবে, রাজধানী কায়রো, মিনয়া প্রদেশ এবং নীল বদ্বীপের দামিয়েতা শহরে মারা গেছে তিনজন।
সরকার-বিরোধী বিক্ষোভে আহত হয়েছে কয়েক ডজন মানুষ। সব জায়গায় ইখওয়ানুল মুসলিমিন নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। রাজধানী আল-আজহার বিশ্ববিদ্যালয়েও বড় ধরনের সংঘর্ষ হয়েছে। সেখানে ছাত্ররা পুলিশের সঙ্গে পাথর ছুঁড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর আগে, বৃহস্পতিবার দিনগত রাতেও আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এদিকে, আজকের সংঘর্ষের পর বিভিন্ন শহর থেকে প্রায় তিনশ’ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার মিশরের বর্তমান সেনা সমর্থিত সরকার ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেয়ার পর থেকে দেশটিতে নতুন করে ব্যাপক মাত্রায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সরকার ঘোষণা করেছে, ইখওয়ানের কোনো বিক্ষোভ-সমাবেশে কেউ যোগ দিলে শাস্তি হিসেবে তাদেরকে জেলে দেয়া হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন