আশুরা নিয়ে ছায়াছবি নির্মাণ করবেন শ্যান স্টোন

আশুরা নিয়ে ছায়াছবি নির্মাণ করবেন শ্যান স্টোন

আশুরা নিয়ে ছায়াছবি নির্মাণ করবেন শ্যান স্টোন


মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রামাণ্য ছায়াছবি নির্মাতা নও মুসলিম শ্যান ক্রিস্টোফার স্টোনআশুরা বা কারবালা বিপ্লবের ঘটনা নিয়ে ছায়াছবি নির্মাণ করবেন বলে ঘোষণা করেছেন।

সম্প্রতি তাসনিম বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে ২৯ বছর বয়স্ক এই মার্কিন অভিনেতা বলেছেন, আশুরার ঘটনা নিয়ে তিনি নতুন ছায়াছবি নির্মাণ করতে চান; কারণ, এর মাধ্যমে এই গতিশীল ও ঐতিহাসিক ঘটনার সঙ্গে বিশ্ববাসীকে ভালভাবে পরিচিত করা সম্ভব হবে এবং খাঁটি ইসলামকে তুলে ধরার জন্য তা খুবই জরুরি।

অস্কার-বিজয়ী প্রখ্যাত মার্কিন চলচ্চিত্রকার অলিভার স্টোনের পুত্র শ্যান ক্রিস্টোফার স্টোন ২০১২ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং শিয়া মাজহাবকে নিজের মাজহাব হিসেবে বেছে নেন।

স্টোন বলেছেন, তার এই ছায়াছবি আবর্তিত হবে সমসাময়িক বিশ্বের একজন যুবককে ঘিরে যেই যুবক আধুনিক যুগের নানা সমস্যা সমাধানের অনুপ্রেরণা পাবেন আশুরার নানা শিক্ষা বা রহস্যগুলো থেকে।

৬৮০ খ্রিস্টিয় সনে বা ৬১ হিজরির ১০ই মহররম ন্যায় প্রতিষ্ঠা ও খাঁটি মোহাম্মাদি ইসলামকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করতে গিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন (আ.)। মুসলিম বিশ্বের ওপর চেপে বসা কুলাঙ্গার এজিদ বাহিনীর হাতে সেদিন শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন ইমাম পরিবারের বহু সদস্যসহ ইমামের ৭২ জন সঙ্গীসাথী। মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক সেই ঘটনার মাধ্যমে ইসলাম পুনরুজ্জীবিত হয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন