ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী

ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী


নাজিব মিকাতি
লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তার দেশের রাজধানী বৈরুতে শুক্রবারের শক্তিশালী বোমা হামলার নিন্দা জানানোর পাশাপাশি ঐক্য বজায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি ওই হামলাকে মারাত্মক অপরাধ হিসেবে উল্লেখ করে বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রুপের মধ্যে আলোচনার মাধ্যমে যেকোনো সংকটের সমাধান করতে হবে।

লেবাননের রাজধানী বৈরুতে ফোর্টিন্থ মার্চ জোটের সদর দপ্তরের কাছে শুক্রবার এক শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্ত আটজন নিহত ও অপর ৭০ জনেরও বেশি লোক আহত হয়। নিহতদের মধ্যে ওই অ্যালায়েন্সের শীর্ষ নেতা ও সাবেক অর্থমন্ত্রী মোহাম্মাদ শাতাহ ও তার একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সা’দ হারিরি’র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন শাতাহ।

এ সম্পর্কে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, এখন রাজনৈতিক সংঘাত বা পরস্পরের ওপর দায় চাপানোর সময় নয়। তিনি সব ধরনের সহিংসতার অবসান কামনা করে বলেন, লেবাননের জনগণ সহিংসতা ও সংঘাতে ক্লান্ত হয়ে পড়েছে। তাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।

কোনো দল বা গোষ্ঠী শুক্রবারের হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইরান, সৌদি আরব, কাতার ও মার্কিন সরকার এ হামলার নিন্দা জানিয়েছে। তেহরান বলেছে, লেবাননের শত্রুরা দেশটিতে সংঘাত বাধিয়ে দেয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাকে টার্গেট করছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন