হিটলার-ইহুদিবাদী সহযোগিতার তথ্য ফাঁস করায় গারুদির কারাদণ্ড

হিটলার-ইহুদিবাদী সহযোগিতার তথ্য ফাঁস করায় গারুদির কারাদণ্ড


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নেতা ও নাতসি বাহিনী প্রধান হিটলারের সঙ্গে ইহুদিবাদীদের সহযোগিতার সম্পর্ক ছিল বলে জার্মান দার্শনিক, লেখক ও গবেষক রজার গারুদি নানা তথ্য-প্রমাণ ফাঁস করায় আজ থেকে ১৫ বছর আগে এই দিনে প্যারিসের একটি আদালত তাকে কারাদণ্ড দেয় ও জরিমানা করে।

নও-মুসলিম এই লেখক তার একটি বইয়ে এ তথ্যও প্রমাণ করেন যে ইহুদিবাদীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তাদের ওপর নাতসিদের হত্যাযজ্ঞ ও অপরাধের বিষয়টি বহু গুণ ফুলিয়ে ফাঁপিয়ে বা অতিরঞ্জিত করে প্রচার করে আসছে যাতে বিশ্ববাসীর সহানুভূতি আদায় করা যায় ইহুদিদের জন্য। ইহুদিবাদীরা তাদের ওপর গণহত্যার অতিরঞ্জিত তথ্য প্রচার করে ফিলিস্তিনে জবরদখলের মাধ্যমে প্রতিষ্ঠা করেছে অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল।

মরহুম রজার গারুদি ইহুদিবাদীদের এই দাবি নাকচ করে দিয়েছেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল জার্মান নাতসিরা। কারণ, গোটা ইউরোপেই তখন ইহুদিদের মোট সংখ্যা ৬০ লাখ ছিল না।

আসলে ইহুদিবাদীদের চাপের মুখেই রজার গারুদির বিরুদ্ধে ফরাসি আদালত ওই অন্যায্য রায় দেয়, যদিও ফ্রান্স সরকার তাদের দেশকে বাক-স্বাধীনতার কেন্দ্রভূমি বলে দাবি করে থাকে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন