মুনাজাতে রাগেবীন -২
মুনাজাতে রাগেবীন -২
হে আল্লাহ! তুমি যে করুণা আমার উপরে করেছ তা তুমি পরিপূর্ণ কর। হে আল্লাহ! তুমি আমাকে যা দান করেছ তা তুমি কখনও আমার কাছ থেকে কেড়ে নিও না এবং তোমার রহমত থেকে আমাকে বিদূরিত করো না। হে আল্লাহ! আমি যে গুনাহ করেছি তা তুমি গোপন করে রেখেছ তা তুমি এভাবেই গোপন রাখ এবং তা কখনও প্রকাশ করার মাধ্যমে আমাকে লজ্জিত করো না। হে আল্লাহ! তুমি ছাড়া আর কেউ জানে না যে আমি কত গুনাহগার। আমার ঐ সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও । হে আল্লাহ! আমি তোমার আশ্রয় গ্রহণ করছি এবং তোমাকে আমার শেফায়াতকারী হিসেবে গ্রহণ করছি। আমি তোমাকে আমার সব কিছু মনে করি। হে আল্লাহ! আমি তোমার আশ্রয় কামনা করছি কেননা তুমিই সকলকে নিরাপত্তা দান কর। যখন কোন গোলাম পালিয়ে যায় এবং যখন কেউ তাকে আশ্রয় দেয় না তখন সে আবার তার মালিকের কাছে ফিরে আসে অনুরূপভাবে আমিও তোমার পালিয়ে যাওয়া গোলাম এবং আমিও তোমার দিকে ফিরে এসেছি। তুমি আমাকে তোমার দরজা থেকে ফিরিয়ে দিও না। হে আল্লাহ! আমি তোমার দান ও করুণার আশায় এসেছি তুমি আমাকে নিরাশ করো না। হে আল্লাহ! আমি তোমার মেহেরবানীর প্রতি আশাবাদী। হে আল্লাহ! তুমি আামার উপরে মুসুলধারার ন্যায় তোমার রহমত বর্ষণ কর। হে আল্লাহ! তুমি আমার উপরে তোমার রহমতের ছায়া দাও যেভাবে মেঘ রোদ থেকে মানুষ কে ছায়তে আশ্রয় দান করে। হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টি কামনা করি তুমি আমার প্রতি সন্তুষ্ট থেক। হে আল্লাহ! আমি তোমার নৈকট্য ও রহমত কামনা করি। হে আল্লাহ! আমি তোমার নিয়ম কানুন মেনে চলতে চাই এবং সে অনুযায়ি নিজের জীবনকে পরিচালিত করতে চাই। হে আল্লাহ! সমস্ত কল্যান তোমার পক্ষ থেকে। তোমার কাছে মিনতি করি যে তোমার সে কল্যাণগুলোর মধ্যে আমাকে অন্তর্ভূক্ত করে নাও। হে আল্লাহ! আমি তোমার সৌন্দর্যতাকে অবলোকন করতে চাই তুমি আমাকে তা অবলোকন করার তৌফিক দান কর। আমি শুধু তোমারই করুণার মুখাপেক্ষি। হে আল্লাহ! আমি তোমার জালালিয়াতের আশ্রয় গ্রহণ করেছি তুমি দয়া করে আমাকে কবুল করে নাও। হে আল্লাহ! তুমি তোমার রহমতের ছায়ায় আমাকে আশ্রয় দান কর। হে আল্লাহ! আমি তো আযাবের অধিকারী কিন্তু তুমি আমাকে আমার আযাব অনুযায়ি শাস্তি দান করো না বরং তোমার রহমত আমার উপরে বর্ষণ কর। হে আল্লাহ! আমি তোমাকে তোমার রহমতের কসম দিয়ে দোয়া করছি যে তুমি আমার প্রতি করুণা ও দয়া কর।
((চলবে))
নতুন কমেন্ট যুক্ত করুন