স্বামীর ফাঁসিতে ভেঙে পড়েননি নেতার ফুফু: কেসিএনএ

স্বামীর ফাঁসিতে ভেঙে পড়েননি নেতার ফুফু: কেসিএনএ


চ্যাং সং-হায়েক ও কিম কিউং-হুই
সংক্ষিপ্ত বিচারে স্বামীর ফাঁসি কার্যকর হওয়ার পরও ভেঙে পড়েননি উত্তর কোরিয় নেতা কিম জং-উনের ফুফু কিম কিউং-হুই।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়ে বলেছে, 'শুক্রবার পরলোকগত ক্ষমতাসীন দলের একজন সিনিয়র নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন হুই। সত্যি বলতে, শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম ছিলেন তিনি।'

গত শুক্রবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে উত্তর কোরিয়ার দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব ও বর্তমান নেতা কিমের ফুফা চ্যাং সং-হায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১১ সালে সাবেক নেতা কিম জং-ইলের মৃত্যুর পর তার ছোট ছেলে কিম জং-উনকে ক্ষমতা সংহত করতে হায়েক সাহায্য করেছিলেন বলে ধারণা করা হয়। গত দু'বছর রাষ্ট্রীয় প্রায় সব অনুষ্ঠানে কিমের পাশে হায়েককে দেখা যেত। কিন্তু গত শুক্রবার কেসিএনএ জানায়, ষড়যন্ত্রের মাধ্য হায়েক রাষ্ট্রীয় ক্ষমতা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিলেন হায়েক।

তবে হায়েককে ফাঁসি দেয়া হলেও মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ অনুষ্ঠানের অন্যতম আয়োজন ছিলেন হায়েকের স্ত্রী ও সাবেক নেতা কিম জং-ইলের বোন কিউং-হুই। স্বামীর মৃত্যুর পরও তার অবিচলতায় ধারণা করা হচ্ছে, ভাতিজা কিমের পক্ষেই অবস্থান করছেন তিনি এবং স্বামীর মৃত্যুদণ্ডে তার কোনো অনুশোচনা নেই।

চ্যাং ও হুইকে এক সময় পিয়ংইয়ংয়ের সর্বোচ্চ ক্ষমতাধর দম্পতি বলে মনে করা হত; কারণ, ক্ষমতাসীন দলের দু'টি শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন তারা। কিন্তু ৬৭ বছর বয়সী হুইকে গত এক বছর ধরে রাজনীতির মাঠে তেমন সক্রিয় দেখা যায়নি। এরকম খবরও ছড়িয়ে পড়েছিল যে, তিনি মারাত্মক অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্‌সা নিচ্ছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন