সতর্কতার সঙ্গে পরমাণু আলোচনা অব্যাহত রাখবে ইরান

সতর্কতার সঙ্গে পরমাণু আলোচনা অব্যাহত রাখবে ইরান


ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনা অব্যাহত রাখবে। তবে, ছয় জাতিগোষ্ঠীর পক্ষ থেকে যেকোনো অন্যায় কাজের জবাব খুবই সতর্কতার সঙ্গেই দেয়া হবে।

জাওয়াদ জারিফ বলেন, “গত কয়েকদিনে আমেরিকার পক্ষ থেকে বেশকিছু অন্যায় পদক্ষেপ নেয়া হয়েছে যেগুলোর যথোপযুক্ত জবাব দেয়া হবে।” নিজের ফেইসবুক পেইজে জারিফ এ কথা লিখেছেন।

তিনি বলেন,“আমরা আন্তরিকভাবে জেনেভা আলোচনাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি এবং সে কারণে আমরা অবশ্যই সঠিক, হিসেবি এবং উদ্দেশ্যপূর্ণ জবাব দেব।”

গত বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের ১৯ ব্যক্তিত্ব ও কোম্পানিকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। অথচ ২৪ নভেম্বর জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তেহরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা এবং নতুন করে আর নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন