উত্তর কোরিয় নেতার প্রভাবশালী ফুফাকে ফাঁসি দেয়া হয়েছে
উত্তর কোরিয় নেতার প্রভাবশালী ফুফাকে ফাঁসি দেয়া হয়েছে
(পিতার মৃত্যুর পর এই সং-হায়েকের সহযোগিতায় ক্ষমতা সংহত করেছিলেন কিম জং-উন (ডানে
উত্তর কোরিয় নেতা কিম জং-উনের এক সময়কার প্রভাবশালী ফুফা চ্যাং সং-থায়েককে ফাঁসি দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, 'বিশ্বাসঘাতকতা'র অভিযোগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
চলতি সপ্তাহের গোড়ার দিকে ক্ষমতাসীন দলের একটি বিশেষ নীতি নির্ধারণী বৈঠক থেকে নাটকীয়ভাবে সং-থায়েককে তুলে নিয়ে যায় পুলিশ। কিম জং-উনের পিতা ও উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইলের মৃত্যুর পর গত দু'বছরে এটি ছিল দেশটির নেতৃত্বে সবচেয়ে বড় আকস্মিক পরিবর্তন।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, চ্যাং সং-হায়েক বৃহস্পতিবার একটি সামরিক আদালতে স্বীকার করেন, তিনি সরকারব্যবস্থা উত্খাতের চেষ্টা করছিলেন। এ স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০১১ সালে সাবেক নেতা নিহত হওয়ার পর তার ছোট ছেলে কিমকে ক্ষমতা সংহত করতে হায়েক বড় অবদান রেখেছিলেন বলে মনে করা হয়। কেসিএনএ বলেছে, হায়েক ছিলেন 'নিকৃষ্ট প্রকৃতির মানুষ… কুকুরের চেয়েও অধম।'
বার্তা সংস্থাটি একটি দীর্ঘ ও বিস্তারিত প্রতিবেদনে বলেছে, তিনি নিজের অবস্থান ও প্রভাব কাজে লাগিয়ে সরকারব্যবস্থার বিরুদ্ধে একটি চক্র গড়ে তুলেছিলেন এবং নিজের রাজনৈতিক উচ্চাভিলাস বাস্তবায়নের চেষ্টা করছিলেন।
উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত চীন এ মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাকে দেশটির 'অভ্যন্তরীণ বিষয়' বলে মন্তব্য করেছে।
প্রয়াত নেতা কিম জং-ইলের বোনকে বিয়ে করেছিলেন মৃত্যুদণ্ড পাওয়া সং-হায়েক। ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পদে তিনি দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ সামরিক প্রতিষ্ঠান ন্যাশনাল ডিফেন্স কমিশনের ভাইস-চেয়ারম্যান ছিলেন।
হায়েককে গত দু'বছরে কিম জং-উনের প্রকাশিত প্রায় প্রতিটি ছবিতে তার পাশে দেখা গেছে এবং ধারণা করা হতো, সিংহাসনের পেছনে বসে তিনিই রাষ্ট্র পরিচালনা করছেন। কিন্তু চলতি মাসের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা প্রথম খবর দেয়, তাকে ডিফেন্স কমিশনের উপ-প্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার পাশাপাশি তার দুই সহযোগীকে ফাঁসি দেয়া হয়েছে।
এরপর গত সোমবার ডিফেন্স কমিটির বৈঠক থেকে হায়েককে তুলে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ করে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। আজ (শুক্রবার) প্রকাশিত দীর্ঘ প্রতিবেদনে কেসিএনএ জানায়, চ্যাং সং-হায়েক একদিন উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতা নিজের হাতে তুলে নেয়ার 'হাস্যকর স্বপ্ন' দেখতেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন