দক্ষিণ কোরিয়ার ২৪টি চৌকস জঙ্গি বিমান কিনছে ইরাক
দক্ষিণ কোরিয়ার ২৪টি চৌকস জঙ্গি বিমান কিনছে ইরাক
ইরাক দক্ষিণ কোরিয়া থেকে ২৪টি চৌকস জঙ্গি বিমান কেনার জন্য ১১০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।এই জঙ্গি বিমানগুলোর মডেল হচ্ছে টি-৫০১কিউ এবং সেগুলো ক্ষেপণাস্ত্র, মেশিনগান ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার মত নানা অস্ত্রে সজ্জিত হয়ে থাকে।
(বৃহস্পতিবার) বাগদাদে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেছেন, সন্ত্রাসী গ্রুপগুলোকে মোকাবেলা ও দেশকে রক্ষার লক্ষ্যে এই চুক্তি তার দেশের নিরাপত্তা বাহিনীর ক্ষমতা বৃদ্ধির সূচনা।
কোরিয়ার এরোস্পেস ইন্ডাস্ট্রিজ বলেছে, তারা এই জঙ্গি বিমানগুলোর জন্য সার্ভিসিং সহায়তা দেবে এবং এর ফলে জঙ্গি বিমানগুলোর মোট মূল্য দাঁড়াবে ২০০ কোটি ডলার।
ইরাক তার বিমান বাহিনীকে পুনর্গঠনের জন্য আমেরিকা থেকে ৩৬টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান কেনার চুক্তি করেছে। ইরাকের বিরুদ্ধে আমেরিকার দু'টি যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরাকি বিমান বাহিনী।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন