মার্কিন নতুন নিষেধাজ্ঞা পর্যালোচনা করবে ইরানি সংসদ

মার্কিন নতুন নিষেধাজ্ঞা পর্যালোচনা করবে ইরানি সংসদ


ইরানের জাতীয় সংসদ
তেহরানের ওপর নতুন করে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা পর্যালোচনা করে দেখবে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটি। গত ২৪ নভেম্বর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে জেনেভায় পরমাণু ইস্যুতে চুক্তি হওয়ার পরও আমেরিকার অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে।

বৃহস্পতিবার আমেরিকার অর্থ মন্ত্রণালয় ইরানের আরো ১৯ জন ব্যক্তিত্ব ও কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সংসদীয় কমিটি এ বিষয়টি জাতীয় সংসেদর অধিবেশনে তুলবে।

মার্কিন এ পদক্ষেপের পরই ভিয়েনায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা শেষ হয়। জেনেভা চুক্তি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সেখানে আলোচনা চলছিল। অনেকেই বলছেন, আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরানের বিশেষজ্ঞ দল ভিয়েনা বৈঠক ত্যাগ করেছে।

এছাড়া, ইরান বলছে- মার্কিন সরকার নতুন যে পদক্ষেপ নিয়েছে তা ২৪ নভেম্বরের জেনেভা চুক্তির পরিপন্থী। ইরান পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে বলেও জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে চুক্তি হয়েছে তার আওতায় তেহরানের ওপর থেকে প্রাথমিকভাবে কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা এবং নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলে নিশ্চয়তা দেয়া হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন