ইসরাইলের জন্য সামরিক সহায়তা ৩ গুণ বাড়াচ্ছে আমেরিকা
ইসরাইলের জন্য সামরিক সহায়তা ৩ গুণ বাড়াচ্ছে আমেরিকা
ইহুদিবাদী ইসরাইলকে সামরিক সহায়তা দেয়ার পরিমাণ বাড়িয়ে ৩ গুণ করছে আমেরিকা। মার্কিন কংগ্রেস এরইমধ্যে ইসরাইলকে ক্ষেপণাস্ত্র প্রকল্প বাস্তবায়নের জন্য ২৪ কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। ওবামা প্রশাসন ইসরাইলকে সহায়তা দেয়ার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ চেয়েছিল তার চেয়ে এ অর্থ তিনগুণ বেশি।
মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনিটের বাজেট কমিটি যৌথভাবে এ বিল তোলে। এ অর্থ ইসরাইলের অ্যারো ক্ষেপণাস্ত্র ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য ব্যয় করা হবে। মার্কিন বিজনেস উইক ম্যাগাজিন এ খবর দিয়েছে।
ন্যাশনাল ডিফেন্স অথারাইজেশন অ্যাক্ট-২০১৪ সংশোধন করার মাধ্যমে ইসরাইলের অস্ত্রখাতে নতুন করে এ বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হলো।
এছাড়া, গত বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৯৯-০ ভোটে একটি বিল পাস করা হয়েছে যাতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইসরাইলের গুণগত সামরিক শক্তি সবার চেয়ে ওপরে থাকবে। একই সঙ্গে আমেরিকা ও ইসরাইলের মধ্যে কৌশলগত জ্বালানি সম্পর্ক গড়ে তোলার জন্যও একটি বিল পাস করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন