‘প্রভাবশালী সহযোগীকে সরিয়ে দিলেন কিম জং-উন’

‘প্রভাবশালী সহযোগীকে সরিয়ে দিলেন কিম জং-উন’


কিম জং-উনের ওপর চাং সং-থায়েকের ব্যাপক প্রভাব ছিল বলে মনে করা হয়
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার একজন ঘনিষ্ঠ প্রভাবশালী সহযোগীকে সরিয়ে দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সেদেশের গণমাধ্যম (মঙ্গলবার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী চাং সং-থায়েক’কে উত্তর কোরিয়ার সামরিক কাউন্সিলের উপ-প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া, দুর্নীতির দায়ে চাংয়ের অন্য দুই সহযোগীর মৃতুদণ্ড কার্যকর করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত এ খবরের সত্যতা প্রমাণিত হলে তা হবে সাবেক নেতা কিম জং-ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার সরকারে সবচেয়ে বড় পরিবর্তন। ২০১‌১ সালে ইলের মৃত্যুর পর তার তরুণ পুত্র উন দেশের ক্ষমতা হাতে নিয়েছিলেন।

চাং সং-থায়েক উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ফুফা। তিনি কিম জং-ইলের বোনকে বিয়ে করেছিলেন। ইলের মৃত্যুর পর তরুণ নেতা উনকে রাষ্ট্র পরিচালনায় এই চাংই সার্বিকভাবে সহযোগিতা করতেন বলে মনে করা হয়।

উত্তর কোরিয়ার জানের দুশমন দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা-এনআইএস সম্প্রতি সেদেশের পার্লামেন্টকে এসব তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ার বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর বিশ্লেষণ করে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহাপ। বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, চাংকে সরিয়ে দেয়ার পাশাপাশি তার দু’জন ঘনিষ্ঠ সহযোগীকে নভেম্বরের শেষ নাগাদ প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এসব তথ্যের ওপর নির্ভর করা কঠিন; কারণ উত্তর কোরিয়া সম্পর্কে এর আগে তাদের দেয়া তথ্য ভুল প্রমাণিত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন