থাইল্যান্ডে বিজয় দাবি করল বিক্ষোভকারীরা
থাইল্যান্ডে বিজয় দাবি করল বিক্ষোভকারীরা
থাইল্যান্ডে বিক্ষোভ
থাইল্যান্ডের সরকার-বিরোধী বিক্ষোভকারীরা বিজয় দাবি করেছে। রাজধানী ব্যাংককের সরকারি ভবন ও পুলিশ সদর দপ্তরের বাইরে তাদেরকে বিক্ষোভের অনুমতি দেয়ার পর তারা এ বিজয় দাবি করল।
বিক্ষোভকারীরা বলেছে, পুলিশ যদি ব্যারিকেড তুলে না নিত তাহলে বহু মানুষ হতাহত হতো।
এর আগে, গত ১১ নভেম্বর থেকে থাইল্যান্ডে সরকার-বিরোধী বিক্ষোভ শুরু হলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর ব্যাপকমাত্রায় টিয়ারগ্যাস, পানিকামান ও রাবার বুলেট ছোঁড়ে। এর মধ্যদিয়েই তারা বেশ কয়েকটি মন্ত্রণালয় দখর করে নেয় এবং পুলিশ সদরদপ্তর দখলের চেষ্টা করে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারি বাসভবন গভর্নর হাউজেও চড়াও হয় বিক্ষোভকারীরা।
গত ১১ নভেম্বর সরকারের আনা একটি বিল থাই সিনেট নাকচ করে দেয়ার পর দেশটিতে সরকার-বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। ওই বিলে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমা করে দেশে ফিরে আসার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। বিক্ষোভকারীরা বলছে-ইংলাক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করলেও কার্যত নির্বাসনে থেকে দেশ চালাচ্ছেন তার ভাই থাকসিন সিনাওয়াত্রা। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন এবং তারপর থেকে নির্বাসিত জীবন যাপন করছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন