ইরান থেকে আবার তেল কিনতে আগ্রহী শ্রীলঙ্কা
ইরান থেকে আবার তেল কিনতে আগ্রহী শ্রীলঙ্কা
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আবার তেল কেনার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। দেশটির তেলমন্ত্রী আনুরা প্রিয়দর্শনা ইয়াপা এ আগ্রহের কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, “আমরা এখনো নিশ্চিত নই যে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা তবে আমাদের তেল শোধনাগারগুলো ইরানি তেলের উপযোগী করে তৈরি করা; এজন্য সবকিঠু ঠিক থাকলে আমরা আবার ইরান থেকে তেল কেনার বিষয়টি বিবেচনা করব।”
শ্রীলঙ্কা তার মোট জ্বালানি তেলের ৯৩ ভাগ ইরান থেকে আমদানি করত। কিন্তু ইরানের বিরুদ্ধে আমেরিকা একতরফা অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করার পর কলম্বো তেহরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয়।
ইয়াপা বলেছেন, গত ২৪ নভেম্বর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চুক্তি সই হওয়ার পরের ঘটনাবলীর ওপর তার দেশ নজর রাখছে এবং এ চুক্তির বিষয়বস্তু জানার জন্য কলম্বোয় মার্কিন দূতাবাসের কাছে তথ্য চাওয়া হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন