৮ মাসে ইরানের তেল বহির্ভূত পণ্যের রপ্তানি ছাড়িয়েছে ২৪০০ কোটি ডলার

৮ মাসে ইরানের তেল বহির্ভূত পণ্যের রপ্তানি ছাড়িয়েছে ২৪০০ কোটি ডলার


পণ্যবাহী ইরানি জাহাজ
আমেরিকাসহ পশ্চিমা গোষ্ঠীর অবরোধের পরও গত আট মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলখাত বহির্ভূত পণ্য রপ্তানির পরিমাণ দুই হাজার চারশ’ কোটি ডলার ছাড়িয়েছে। চলতি বছর ২১ মার্চ থেকে ইরানের নতুন বছর শুরু হয়।

ইরানের কাস্টমস কর্তৃপক্ষের প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, আট মাসে দেশটি প্রায় আড়াই হাজার কোটি ডলার মূল্যের তেল বহির্ভূত পণ্য সামগ্রী রপ্তানি করেছে। এর পরিমাণ ছিল ৫ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার টন।

পাশাপাশি, বহির্বিশ্ব থেকে ১ কোটি ৮৯ লাখ ২৫ হাজার টন ওজনের দুই হাজার ৮২৪ কোটি ডলারের পণ্য আমদানি করেছে ইরান। রপ্তানিকৃত পণ্যের মধ্যে ৯০ কোটি ৯০ লাখ ডলার মূল্যের লোহা, ৭২ কোটি ৮০ লাখ ডলার মূল্যের মিথানল বা মিথাইল এ্যালকোহল ও ‌৭১ কোটি ৯০ লাখ ডলার মূল্যের বিটুমিন রয়েছে।

গ্যাস ও তেলজাত পণ্যের বাইরে এ তিনটিই হল ইরানের প্রধান রপ্তানি সামগ্রী।

চীন, ইরাক, আরব আমিরাত ও আফগানিস্তান ইরানের তেল বহির্ভূত পণ্যের প্রধান গ্রাহক। প্রতি বছর দেশগুলো ইরান থেকে শত শত কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করে থাকে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন