বোমা ও গুলিতে লেবাননের সিডন শহর প্রকম্পিত

বোমা ও গুলিতে লেবাননের সিডন শহর প্রকম্পিত


ভয়বাহ বোমা বিস্ফোরণ আর গোলাগুলির শব্দে প্রকম্পিত হয়ে উঠেছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিডন শহর। এতে কয়েকজন হতাহত হয়েছে বলে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে।

আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরের কাছে ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের এক সদস্যের দাফন অনুষ্ঠানের সময় বোমার বিস্ফোরণ ঘটে। দাফন অনুষ্ঠানে যোগ দেয়া কেউ এ বিস্ফোরণে নিহত হয়নি তবে লেবাননে ফাতাহ আন্দোলনের প্রধানসহ বেশ কয়েকজন আহত হয়েছে। খবরে বলা হয়েছে- যে ব্যক্তি এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে শুধুমাত্র সে মারা গেছে। এছাড়া, শরণার্থী শিবিরের কাছে পার্ক করা একটি গাড়ি ধ্বংস হয়েছে।

বিস্ফোরণের পর ওই এলাকায় উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে, আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরটি আন-নুসরাসহ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের ঘাঁটিতে পরিণত হয়েছে।

এছাড়া, শহরের আরো তিনটি জায়গায় প্রচণ্ড গোলাগুলি হয়েছে। অবশ্য, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত কয়েকদিন ধরে লেবাননের ত্রিপোলি শহরে সহিংসতা হয়েছে এবং এতে ১০ জনের বেশি মারা গেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন