‘বৈরুতের জোড়া বোমা হামলায় সৌদি আরব জড়িত’

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের সামনে জোড়া বোমা হামলার সঙ্গে সৌদি আরব জড়িত।

‘বৈরুতের জোড়া বোমা হামলায় সৌদি আরব জড়িত’
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের সামনে জোড়া বোমা হামলার সঙ্গে সৌদি আরব জড়িত।

গত মাসের ১৯ তারিখ দক্ষিণাঞ্চলীয় বৈরুতের ভয়াবহ এ বোমা হামলায় ছয় ইরানি নাগরিকসহ অন্তত ২৫ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আবদুল্লাহ আজম বিগ্রেড নামের একটি গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

গতরাতে লেবাননের একটি টিভি চ্যানেলকে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, আবদুল্লাহ আজম ব্রিগেডের সঙ্গে সৌদি গোয়েন্দা সংস্থার গভীর যোগ-সাজশ রয়েছে এ বিষয়ে তার কোনো সন্দেহই নেই। তিনি বলেন, একজন সৌদি আমিরের নেতৃত্বে এ গোষ্ঠীটি পরিচালিত হচ্ছে।

নাসরুল্লাহ আরো বলেন, আল-কায়েদার নীতি মেনে চলে এমন কিছু গোষ্ঠীকে সৌদি গোয়েন্দারা নৃশংস এ ঘটনায় ব্যবহার করেছে। সিরিয়ায় শোচনীয় পরাজয়ের ক্ষোভ প্রকাশের জন্য তেহরানের বিরুদ্ধে সৌদি আরব এ বোমা হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন হিজবুল্লাহ প্রধান।
রেডিও সূত্রঃ তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন