পুতিন-বন্দর বৈঠক: ইরান- সিরিয়া নিয়ে আলোচনা

পুতিন-বন্দর বৈঠক: ইরান- সিরিয়া নিয়ে আলোচনা


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেছেন সৌদি আরবের গোয়েন্দা প্রধান প্রিন্স বন্দর বিন সুলতান। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাত করলেন তিনি। গত জুলাইয়ে প্রেসিডেন্ট পুতিন ও প্রিন্স বন্দরের মধ্যে বৈঠক হয়েছিল।

ক্রেমলিনের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে এ সাক্ষাতের খবর দেয়া হয়েছে। গতকাল মস্কোর কাছে দু’জনের মধ্যে সাক্ষাত হয়েছে বলে উল্লেখ করা হলেও কখন এবং কোথায় দু’জনের সাক্ষাত হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া পরিস্থিতিসহ জেনেভায় স্বাক্ষরিত ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট পুতিন এবং সৌদি গোয়েন্দা প্রধান। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি নিয়েও এ বৈঠকে আলোচনা হয়েছে। ইরানের পরমাণু সঙ্কট নিরসনের আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচক ততপরতার বিষয়টিও বৈঠকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে বলে ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সিরিয়ার চলমান সমস্যা সমাধানে জেনেভা দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি নিয়েও প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপ করেন বন্দর বিন সুলতান। 

আগামী ২২ জানুয়ারি সিরিয়া ইস্যুতে জেনেভা দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন