ইরানের ওপর অবরোধ আরোপে সতর্ক করল হোয়াইট হাউস

ইরানের ওপর অবরোধ আরোপে সতর্ক করল হোয়াইট হাউস


হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি
ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপে আবারও সতর্ক করল হোয়াইট হাউজ। নতুন নিষেধাজ্ঞায় ওয়াশিংটনের পক্ষ থেকে চলমান সমঝোতামূলক পদক্ষেপ ভেস্তে যাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়ার জন্য কিছু মার্কিন সিনেটরের চাপের পরিপ্রেক্ষিতে এ সতর্কতা উচ্চারণ করল হোয়াইট হাউস।

হোয়াইট হাউস মুখপাত্র জে কার্নি এক বিবৃতিতে বলেন, “আমরা যদি এখন কোন নিষেধাজ্ঞা আরোপ করি তাহলে আমাদের আন্তর্জাতিক বন্ধু ও ইরানিরা আলোচনাকে অবিশ্বাস করবে।” ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সাম্প্রতিক সমঝোতা দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার আশঙ্কায় মার্কিন সিনেটের গুরুত্বপূর্ণ কিছু সদস্য নতুন করে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করতে আগ্রহী।

কিন্তু, অবরোধ আরোপের প্রস্তাব নিয়ে অগ্রসর না হতে হোয়াইট হাউসের পক্ষ থেকে সিনেটরদের অনুরোধ করা হয়। এতে করে পরমাণু আলোচনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য, ইরান যদি চুক্তির শর্ত মেনে চলতে ব্যর্থ হয় তাহলে তেহরানের ওপর নতুন অবরোধ পাস করতে হোয়াইট হাউস প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন জে কার্নি।

গত ২৪ নভেম্বরে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকের চুক্তি অনুযায়ী, ইরান তার পরমাণু কর্মসূচি নির্ধারিত পর্যায়ে সীমিত রাখবে এবং তার বিপরীতে আমেরিকা আগামী ছয় মাস নতুন কোন অবরোধ আরোপ করতে পারবে না।

হোয়াইট হাউস বলছে, নতুন অবরোধ ছাড়া ছয় মাসের এ পদক্ষেপে ইরানের দশকব্যাপী পরমাণু সঙ্কটের চূড়ান্ত সমাধান সম্ভব। কিন্তু মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই এতে সন্তুষ্ট নয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন