বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার শহীদ; ইসরাইল অভিযুক্ত
বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার শহীদ; ইসরাইল অভিযুক্ত
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, রাজধানী বৈরুতের কাছে তাদের একজন কমান্ডার শহীদ হয়েছেন। নিহত এ কমান্ডারের নাম হচ্ছে হাসান আল-লাক্কিস।
হিজবুল্লাহ আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, হাদাস এলাকায় নিজ বাড়ির কাছে হাসান আল-লাক্কিস গুপ্ত হত্যার শিকার হয়েছেন। হিজবুল্লাহর এ বিবৃতি লেবাননের আল-মানার টেলিভিশনে প্রচার করা হয়।
এ হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, “ইসরাইল বার বার আমাদের ভাইদেরকে হত্যার চেষ্টা করছে যাতে হিজবুল্লাহকে নির্মূল করা যায়। তবে তাদের সব প্রচেষ্টা সফল হয়নি। হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকেই পুরো দায়িত্ব নিতে হবে এবং এর পরিণামও তাদেরকে ভোগ করতে হবে।”
ইসরাইল দু’বার হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তবে দু’বারই হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে ইহুদিবাদীরা পরাজিত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন