‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৌদি অপরাধীরা সিরিয়ায় লড়াই করছে’
‘মৃত্যুদণ্ড প্রাপ্ত সৌদি অপরাধীরা সিরিয়ায় লড়াই করছে’
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, তার দেশে সৌদি আরবের দাগী সন্ত্রাসীরা লড়াই করছে। সৌদি আরবের এসব সন্ত্রাসী নানা অপরাধে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিল।
জাফারি বলেন, সৌদি সরকার এসব অপরাধীকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার শর্তে মুক্তি দিয়েছে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে উগ্রবাদী চরমপন্থী আল-কায়েদার সদস্য। লেবাননের সংবাদভিত্তিক আন-নাশরা ওয়েবসাইট এ খবর দিয়েছে।
বাশার আল-জাফারি আরো জানিয়েছেন, দাগী আসামীদেরকে সিরিয়ায় পাঠানোর কথা সৌদি যুবরাজ বান্দার বিন সুলতানও স্বীকার করেছেন।
জাতিসংঘে নিযুক্ত এ কূটনীতিক বলেন, সিরিয়ার সেনাবাহিনী এ পর্যন্ত তিনশ’ সৌদি নাগরিককে আটক করেছে এবং শত শত সৌদি নাগরিক সেনা অভিযানে মারা গেছে। পশ্চিমা কয়েকটি দেশ এবং তুরস্ক ও কাতারের সহযোগিতায় সৌদি সন্ত্রাসীরা সিরিয়ার নাগরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেন বাশার আল-জাফারি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন