ইরানি পরমাণু কর্মসূচি ধ্বংসের সৌদি-ইসরাইলি ভাইরাস-ষড়যন্ত্র

ইরানি পরমাণু কর্মসূচি ধ্বংসের সৌদি-ইসরাইলি ভাইরাস-ষড়যন্ত্র


সৌদি ও ইহুদিবাদী ইসরাইলি গোয়েন্দা সংস্থা ইরানের পরমাণু কর্মসূচিকে অচল করতে 'স্টুক্সনেট' কম্পিউটার ভাইরাসের চেয়েও ধ্বংসাত্মক সাইবার অস্ত্র তৈরির ষড়যন্ত্র করছে।

সৌদি গোয়েন্দা প্রধান প্রিন্স বান্দার ও ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান তামির বারদো এই লক্ষ্যে রিয়াদ-তেলআবিব সহযোগিতা জোরদারের জন্য গত ২৪ শে নভেম্বর ভিয়েনায় প্রতিনিধি পাঠিয়েছিল বলে সৌদি গোয়েন্দা সার্ভিসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

ওই সূত্র বলেছে, সৌদি ও ইসরাইলি গোয়েন্দা প্রধানদের প্রতিনিধি যেসব উপায় নিয়ে আলোচনা করেছেন সেসবের মধ্যে অন্যতম ছিল স্টুক্সনেটের চেয়েও আরো ভয়াবহ কম্পিউটার ভাইরাস তৈরি করা।

এই নতুন ভাইরাস তৈরি করতে বেশ সময় ও অন্তত দশ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থ লাগবে এবং সৌদি গোয়েন্দা বিভাগ বেশ খুশি মনে এই অর্থ যোগাতে রাজি হয়েছে বলে ওই গোপন সূত্রটি জানিয়েছে।

'স্টুক্সনেট' কম্পিউটার ভাইরাস আবিষ্কৃত হয়েছিল ২০১০ সালে। ইরানের ইউরেনিয়াম কর্মসূচীকে অচল করে দেয়ার জন্য ভাইরাস হামলার মূল অস্ত্র হিসেবে এটি ব্যবহার করা হয়।

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন গত জুলাই মাসে এই ধারণাটিকে সত্য বলে স্বীকৃতি দেন যে, আমেরিকা ও ইসরাইল 'স্টুক্সনেট' কম্পিউটার ভাইরাস তৈরি করেছিল।

সম্প্রতি সৌদি গোয়েন্দা প্রধান প্রিন্স বান্দার ও ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান তামির বারদো জর্দানের আকাবা বন্দরে বৈঠক করার পর সৌদি যুবরাজ সালমান বিন আবদুল আজিজ এ ধরনের প্রকাশ্য বৈঠক বা যোগাযোগ না করে গোপনে ইসরাইলের সঙ্গে যোগাযোগ বা বৈঠক করতে বান্দারকে পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি ৬ বৃহত শক্তি ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে সমঝোতা করায় সৌদি ও ইসরাইলি কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন