ইরান-বিরোধী নিষেধাজ্ঞা ভেঙে পড়তে শুরু করেছে: নেতানিয়াহু

ইরান-বিরোধী নিষেধাজ্ঞা ভেঙে পড়তে শুরু করেছে: নেতানিয়াহু


ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ভেঙে পড়তে শুরু করেছে বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, জেনেভায় ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তি হওয়ার পর থেকে এ নিষেধাজ্ঞা ভেঙে পড়তে শুরু করেছে।

ইতালি সফরে গিয়ে নেতানিয়াহু এ সব কথা বলেছেন। তিনি আরো বলেন, “চুক্তির বিষয়ে আমরা সতর্ক করেছিলাম এবং আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিষেধাজ্ঞাগুলো খুব দ্রুত দুর্বল হতে শুরু করেছে। যদি এর বিরুদ্ধে এখনই সুনির্দিষ্ট ব্যবস্থা না নেয়া হয় তাহলে কোনো বিনিময় ছাড়াই গত কয়েক বছরের সমস্ত প্রচেষ্টা নস্যাত হয়ে যাবে।”

গত ২৪ নভেম্বর জেনেভায় পাঁচদিনের আলোচনা শেষে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে একটি প্রাথমিক চুক্তি হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরাইলের ব্যাপক প্রচারণা সত্ত্বেও এ চুক্তি সই হয়। তারপর থেকেই ইসরাইল এ চুক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। চুক্তির পরপরই নেতানিয়াহু একে ‘ঐতিহাসিক ভুল’ বলে আখ্যায়িত করেছিলেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন