আরো ২০টি পরমাণু স্থাপনা নির্মাণ করা জরুরি: ইরান

আরো ২০টি পরমাণু স্থাপনা নির্মাণ করা জরুরি: ইরান


ইরানের পরমাণু সংস্থার প্রধান বলেছেন, তেলের ব্যবহার ও কার্বন দূষণ কমানোর জন্য বুশেহর পরমাণু স্থাপনার মত আরো ২০টি পরমাণু স্থাপনা নির্মাণ তার দেশের জন্য জরুরি।

আলী আকবর সালেহি (রোববার) এই মন্তব্য করে বলেছেন, ৫টি পরমাণু বিদ্যুত কেন্দ্রের জন্য পরমাণু জ্বালানীর যোগান দিতে ইরানের উচিত ১৫০ টন পরমাণু জ্বালানী উতপাদন করা।

ইরানের দশ-সালা উন্নয়ন পরিকল্পনায় কয়েকটি নতুন পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণের কর্মসূচি রয়েছে। সালেহি বলেন, বিশ হাজার মেগাওয়াট বিদ্যুত উতপাদনের জন্য আমাদের জরুরি পদক্ষেপ নিতে হবে। 'এর অর্থ বুশেহরের মত বিশটি পরমাণু বিদ্যুত স্থাপনা থাকতে হবে আমাদের '- যোগ করেন তিনি।

সালেহি আরো জানান, তার দেশ ৫ হাজার মেগাওয়াট বিদ্যুত উতপাদনের জন্য আরো চারটি পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণের লক্ষ্যে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে।

ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি'র সদস্য হিসেবে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করে আসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র নজরদারির আওতায়।

পরমাণু বিষয়ে প্রায় এক দশক ধরে আলোচনার পর সম্প্রতি ৬ বৃহত শক্তির সঙ্গে ইরানের একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তির আলোকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ ২০ থেকে ৫ মাত্রায় নামিয়ে আনবে এবং বিনিময়ে ইসলামী এই দেশটির ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে পশ্চিমা শক্তিগুলো।

ইরান ও ৬ বৃহত শক্তি পরমাণু বিষয়ে তাদের বিরোধ পুরোপুরি মিটিয়ে ফেলতে পারবে এবং পরমাণু বিষয়ে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী চুক্তি স্বাক্ষর করতে পারবে বলেও আশাবাদী।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন