আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরান-সৌদি আরব সহযোগিতা জোরদারের আহ্বান

আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরান-সৌদি আরব সহযোগিতা জোরদারের আহ্বান


আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সৌদি আরবের সহযোগিতা চেয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সৌদি আরবের প্রতি এ আহ্বান জানান।

জারিফ বলেন, ইরান ও সৌদি আরব এ অঞ্চলের দুটো প্রভাবশালী রাষ্ট্র। জারিফ জোর দিয়ে বলেন, তেহরান-রিয়াদ সহযোগিতার মাধ্যমে ‘আমরা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মজবুত করতে পারব।’

পররাষ্ট্রমন্ত্রী জারিফ সুস্পষ্টভাষায় বলেন, “আমরা আশা করি, দু’দেশের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে তা দূর হবে এবং আমরা সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব সম্প্রসারিত করতে পারব।”

কুয়েত, ওমান ও কাতার সফর শেষে সোমবার সন্ধ্যায় ইরানের মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাওয়াদ জারিফ।

গত আগস্টে ওমানের সুলতান কাবুস বিন সাইদের তেহরান সফরের কথা উল্লেখ করে জারিফ বলেন, কাতার ও কুয়েতের আমিরের তেহরান সফর প্রত্যাশা করে ইরান।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন