তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তুতি শেষ হয়েছে: পাক তথ্যমন্ত্রী

তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তুতি শেষ হয়েছে: পাক তথ্যমন্ত্রী

তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তুতি শেষ হয়েছে: পাক তথ্যমন্ত্রী


পাকিস্তান তেহরিকে তালেবান বা টিটিপি’র সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি শেষ করেছে ইসলামাবাদ। এ কথা জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ। টিটিপি’র সঙ্গে নতুন করে আলোচনা শুরুর জন্য সরকার এখনো প্রতিশ্রুতিবদ্ধ বলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা দেয়ার মাত্র এক সপ্তাহ পরে এ কথা জানালেন পারভেজ রশিদ।

পারভেজ রশিদ বলেন, তালেবানের সঙ্গে আলোচনা শুরু করা যাবে বলে সরকার সবসময় মনে করেছে। এর আগে সোয়াবি-তে সাংবাদিকদের পাক তথ্যমন্ত্রী বলেছিলেন, রাষ্ট্রের যাতে ক্ষতি না হয় ‌এমন ব্যবস্থা করেই সরকার তালেবানের সঙ্গে আলোচনার বিষয়ে এগিয়ে যাবে এবং এ ক্ষেত্রে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করা হবে।

কয়েকটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, তালেবানের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কিয়ানির সঙ্গে গতকাল আলাপ করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।

এদিকে, চলতি মাসের শেষ দিকে নিসার আলী খান তালেবানের সঙ্গে আলোচনার নতুন কৌশল ঘোষণা করবেন বলে অন্য এক সিনিয়র মন্ত্রী জানিয়েছেন। এ ঘোষণার আগে পাকিস্তানের উপজাতীয় এলাকায় ড্রোন হামলা বন্ধ করার বিষয়ে আমেরিকার নিশ্চয়তা চাইছে পাক সরকার।

মার্কিন ড্রোন হামলায় গত মাসে টিটিপি’র প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর আলোচনার প্রাথমিক পরিকল্পনা নস্যাত হয়ে যায়। ওই হামলার পর চৌধুরী নিসার বলেছিলেন, পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হোক আমেরিকা তা চায় না।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন