মধ্যরাতে হোটেল ছাড়তে হলো ইয়াসিন মালিক পরিবারকে
মধ্যরাতে হোটেল ছাড়তে হলো ইয়াসিন মালিক পরিবারকে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতাকামী সংগঠন জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ'র চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন মালিককে মধ্যরাতে দিল্লির হোটেলে থেকে বের করে দেয়া হয়েছে এবং স্ত্রী ও ১৮ মাসের শিশুসহ কয়েক ঘণ্টা তাকে দিল্লির রাস্তায় কাটাতে বাধ্য করা হয়েছে।
জেকেএলএফ'র পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত রোববার সপরিবারে দিল্লি সফরে গিয়েছিলেন ইয়াসিন মালিক। দিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি হোটেলে তার নামে দু’টি কক্ষ বুক করা হয়েছিল। কিন্তু মধ্যরাতে হোটেল কর্তৃপক্ষ তাদেরকে কক্ষ দু’টি ছাড়তে বললে বিপাকে পড়েন ইয়াসিন মালিক। এ অবস্থায় দুগ্ধপোষ্য শিশুসহ কয়েক ঘণ্টা দিল্লির রাস্তায় কাটানোর পর এক বন্ধুর আশ্রয়ে যেতে বাধ্য হন তিনি।
বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ব্যক্তিগত রাজনৈতিক আদর্শের জন্যই ইয়াসিন মালিককে হোটেল থেকে সপরিবারে বের করে দেয়া হয়েছে এবং কোনোভাবেই এ কাজকে বৈধ বলা যাবে না। এতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, কাশ্মিরবাসীরা দিল্লিতে গেলে যদি সেখানকার কর্তৃপক্ষের টনক নড়ে যায় তবে তাদের দিল্লি সফর নিষিদ্ধ করে আনুষ্ঠানিকভাবে আইন জারি করা উচিত।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন