ইইউ’র বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারে ইরান

ইইউ’র বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারে ইরান


আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করার আইনগত এখতিয়ার পেয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়নের একটি আদালত যে রুলিং দিয়েছিল তার বিরুদ্ধে সংস্থার পক্ষ থেকে আপিল না করায় এ প্রেক্ষাপট তৈরি হয়েছে।

ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্স বা আইআরআইএসএল-এর প্রধান সাইয়্যেদ আলাউদ্দিন সাদাত এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরানের সামনে এ সুবিধা আসার পর তেহরান এখন আর্থিক ক্ষতিপূরণের দাবি করে আদালতে মামলা করতেই পারে। এ বিষয়ে কোম্পানির স্বার্থ বিবেচনা করে একটি সিদ্ধান্ত নেয়া হবে।

সাইয়্যেদ আলাউদ্দিন সাদাত বলেন, আইআরআইএসএল যদি মামলা করে তাহলে ইউরোপীয় ইউনিয়ন অবশ্যই ক্ষতিপূরণ দিতে আইনগতভাবে বাধ্য থাকবে।

সম্প্রতি ইউেরাপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেছেন, শুধুমাত্র দু’টি কোম্পানি ছাড়া তারা ইরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা বহাল রাখবে।

গত সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নের একটি আদালত এক রায়ে বলেছিল- সংস্থার পক্ষ থেকে আইআরআইএসএল-এর ওপর নিষেধাজ্ঞা অবৈধ এবং এ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

এ রায়ের পর ইরান-বিরোধী নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নকে দু’মাসের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করত হতো। কিন্তু আপিল না করায় এখন ইইউ’র জন্য রায় বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে। অন্যদিকে, ইরান ক্ষতিপূরণের দাবি জানিয়ে মামলা করার ক্ষেত্র পেয়ে গেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন