ইয়েমেনের রাজধানী সানায় মোটর সাইকেল নিষিদ্ধ!
ইয়েমেনের রাজধানী সানায় মোটর সাইকেল নিষিদ্ধ!
ইয়েমেনের রাজধানী সানায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ (রোববার) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে সন্ত্রাসী হামলা ঠেকানোর কর্মসূচির অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ক্ষমতা হস্তান্তর বিষয়ক জাতীয় সংলাপ উপলক্ষ্যে এ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবত থাকবে।
নিষেধাজ্ঞা আরোপের পর আজ রাজধানী সানায় কোন মোটর সাইকেল দেখা যায়নি। ইয়েমেনে ট্যাক্সি ভাড়া বেশি হওয়ার কারণে মোটর সাইকেলের ব্যবহার তুলনামূলক বেশি। রাজধানীতেও এ যানটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। একইসঙ্গে সন্ত্রাসী হামলার কাজেও ব্যবহৃত হচ্ছে মোটর সাইকেল।
চলন্ত অবস্থায় গুলি চালিয়ে সহজে পালিয়ে যাওয়ার জন্য মোটর সাইকেল ব্যবহার করে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার মোটর সাইকেল আরোহীর হামলায় বেলারুশিয়ার প্রতিরক্ষা বিষয়ক এক ঠিকাদার নিহত ও অপর ব্যক্তি আহত হয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন