'ইসরাইলের উপস্থিতিতে কোনো পরমাণু আলোচনা নয়'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইসরাইলি প্রতিনিধির উপস্থিতিতে তার দেশ কোনো ধরনের পরমাণু আলোচনায় যোগ দেবে না

'ইসরাইলের উপস্থিতিতে কোনো পরমাণু আলোচনা নয়'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইসরাইলি প্রতিনিধির উপস্থিতিতে তার দেশ কোনো ধরনের পরমাণু আলোচনায় যোগ দেবে না।

ইরানের পবিত্র কোম নগরীতে (শুক্রবার) এক অনুষ্ঠানে জাওয়াদ জারিফ এ কথা বলেছেন। তিনি সুস্পষ্ট করে বলেন, আল-কুদস দখলে রাখা ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ইরান কোনো ধরনের আলাচনায় বসবে না।

তিনি আরো বলেন, “নিশ্চিতভাবেই এটা হবে না এবং ইসরাইলের কোনো প্রতিনিধি যে কক্ষে উপস্থিত আছেন সে রুমে আমরা ঢুকবই না।”

ইহুদিবাদী ইসরাইলকে মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য বড় হুমকি উল্লেখ করে জারিফ বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি না করে বরং ইসরাইলের পরমাণু নিরস্ত্রীকরণের দিকে আন্তর্জাতিক সমাজের জোর দেয়া উচিত।

মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র মুক্ত করার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের হাতে রাসায়নিক ও পরমাণু সব ধরনের অস্ত্র রয়েছে এবং একমাত্র ইসরাইলই মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র মুক্ত করার পথে বাধা।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন