কাবুলে নওয়াজ শরীফ: আলোচনা হবে কথিত শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবন নিয়ে
কাবুলে নওয়াজ শরীফ: আলোচনা হবে কথিত শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবন নিয়ে
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ একদিনের এক রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। আগামী বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের আগে কথিত শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবন নিয়ে প্রেসিডেন্ট কারজাই’র সঙ্গে আলোচনা করা হবে তার এ সফরের অন্যতম লক্ষ্য।
গত মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম আফগানিস্তান সফরে গেলেন শরীফ। ২০১৪ সালের পরও আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখার ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে একটি কৌশলগত নিরাপত্তা চুক্তি নিয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যখন মার্কিন সরকারের সঙ্গে প্রকাশ্য বিবাদে লিপ্ত হয়েছেন তখন কাবুল সফরে গেলেন পাক প্রধানমন্ত্রী।
ইঙ্গো-মার্কিন বাহিনী এখন থেকে এক যুগ আগে আফগানিস্তান থেকে ‘সন্ত্রাসবাদ’ নির্মূলের অজুহাতে দেশটিতে আগ্রাসন চালায়। ওই আগ্রাসনে ক্ষমতাচ্যুত হয় তালেবান সরকার। গত ১২ বছর ধরে দেশটির হাজার হাজার মানুষকে হত্যা করার পর আমেরিকা এখন সেই তালেবানের সঙ্গে যে আলোচনা প্রক্রিয়া শুরু করতে চায় তার নাম দেয়া হয়েছে শান্তি প্রক্রিয়া। কিন্তু তালেবানের সঙ্গে আলোচনাই যদি লক্ষ্য হয় তাহলে গত ১২ বছর এত মানুষের প্রাণহানির ক্ষতিপূরণ কে দেবে- সে প্রশ্ন এড়িয়ে যাচ্ছে মার্কিনিরা।
মার্কিন বাহিনী তালেবান সরকারকে উত্খাতের আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়কার তালেবান সরকারের অন্যতম পৃষ্ঠপোষক ছিল পাকিস্তান। কাজেই কথিত শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য পাকিস্তানের সহযোগিতা প্রয়োজন আমেরিকার। সে সহযোগিতার ধরন নিয়ে কথা বলার জন্যই মূলত নওয়াজ শরীফ কাবুল সফরে গেছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন