জাপানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা
জাপানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা
ঘটনাস্থল পরিদর্শন করছে জাপানি পুলিশ
জাপানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। রকেট লাঞ্চারের সাহায্যে দুই দফা হামলা হয়েছে বলে জাপানি ও মার্কিন সেনারা জানিয়েছেন। রাজধানী টোকিও’র পুলিশ বলেছে, গতরাত সাড়ে এগারোটায় ইয়োকোটা মার্কিন বিমান ঘাঁটির সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েকটি উড়ন্ত বস্তু সেখানে আঘাত হেনেছে। তবে কেউ হতাহত হয়নি। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, গতরাতে প্রচণ্ড শব্দে কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে স্টিলের দু’টি পাইপ, তার ও ব্যাটারিসহ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে।
এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে উগ্র বামপন্থীরা এ হামলা চালিয়েছে বলে পুলিশ ধারণা করছে। সম্প্রতি এক উগ্র বামপন্থী নেতাকে গ্রেফতারের পর হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির এনটিভি জানিয়েছে। চার বছর আগেও এ ধরনের এক হামলার পর পুলিশ উগ্রবাদীদের গোপন আস্তানায় হানা দিয়েছিল বলে টিভির খবরে বলা হয়েছে।
জাপানে বর্তমানে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেনাদের পরিবারের সদস্যরাও সেখানে অবস্থান করছেন। ওয়াশিংটন ও টোকিও’র মধ্যে স্বাক্ষরিত এক প্রতিরক্ষা চুক্তির ভিত্তিতে সেখানে মার্কিন সেনা মোতায়েন থাকলেও জাপানি জনগণ বিষয়টিকে ভালো চোখে দেখছে না। মার্কিন সেনারা ধর্ষণ ও হত্যাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ায় সেখানে আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ দিন দিন বাড়ছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন