উত্তেজনা সত্ত্বেও বিতর্কিত অঞ্চলে চীনা জঙ্গি বিমানের টহল
উত্তেজনা সত্ত্বেও বিতর্কিত অঞ্চলে চীনা জঙ্গি বিমানের টহল
পূর্ব চীন সাগরে সাম্প্রতিক সময়ে তার ঘোষিত ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ জোন’-এ কয়েকটি জঙ্গি বিমান পাঠিয়েছে বেইজিং।
এই অঞ্চলে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বিমানের টহলের পর উত্তেজনাকর পরিস্থিতিতে চীন ‘প্রতিরক্ষামূলক’ এই পদক্ষেপ নিল।
পূর্ব চীন সাগরে কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে বিরোধ জোরদারের প্রেক্ষাপটে বেইজিং গত শনিবার ওই দ্বীপপুঞ্জের আকাশসীমায় ‘বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা’ বা এডিআইজেড প্রতিষ্ঠার ঘোষণা দেয়। কিন্তু আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া চীন সরকারের ওই ঘোষণা উপেক্ষা করে সেখানে যুদ্ধ বিমান পাঠায়। এই দেশগুলো চীনের ওই ঘোষণাকে প্রত্যাখ্যান করে আসছে।
জাপান নিয়ন্ত্রিত ওই বিতর্কিত দ্বীপপুঞ্জ টোকিওতে সেনকাকু বা চীনে দিয়াওয়ু হিসেবে পরিচিত। আমেরিকা ও দক্ষিণ কোরিয়াও দ্বীপগুলোর ওপর চীনের মালিকানার দাবি অস্বীকার করে আসছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন