জাপানি ও মার্কিন বিমানকে বাধা দিল চীন
জাপানি ও মার্কিন বিমানকে বাধা দিল চীন
জাপান ও আমেরিকার প্রায় এক ডজন বিমানকে বাধা দিয়েছে চীন। বেইজিং ঘোষিত বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল বা এডিআইজেড-এ ঢোকার পর এসব বিমানকে বাধা দেয় চীনা জঙ্গিবিমান।
পূর্ব চীন সাগরের বিশাল আকাশসীমাকে গত সপ্তাহে বেইজিং এডিআইজেড ঘোষণা করে। এ ঘোষণা অনুযায়ী ওই এলাকায় যেকোনো বিমান ঢোকার আগে চীনকে তথ্য দিতে হবে। তা না হলে চীন নতুন এ আইন অমান্যকারী বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তবে জাপান, কোরিয়া ও আমেরিকা এ আইন মানবে না বলে ঘোষণা দিয়েছে। এরইমধ্যে চীনা আইন অমান্য করে আমেরিকা ও জাপান কয়েকদফা ওই এলাকায় নিজেদের বিমান প্রবেশ করিয়েছে।
চীনা বিমান বাহিনীর মুখপাত্র শেন জিনকে’র বরাত দিয়ে আজ (শুক্রবার) সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, বিমান শনাক্তকরণ অঞ্চলে ঢোকার পর কয়েকটি জাপানি ও মার্কিন যুদ্ধবিমানের পরিচয় জানার জন্য সেগুলোকে বাধা দেয়া হয়। চীনা বিমানবহর থেকে অন্তত দু’টি মার্কিন টহল বিমান এবং অন্তত ১০টি জাপানি বিমানকে শনাক্ত করা হয়। এর মধ্যে একটি এফ-১৫ জঙ্গিবিমান রয়েছে। আর চীনা বিমানবহরে ছিল অন্তত দু’টি যুদ্ধবিমান।
এদিকে, পেন্টাগন আজ এক বিবৃতিতে বলেছে, তারা মিত্রদেরকে সঙ্গে নিয়ে আগের মতোই স্বাভাবিকভাবে পূর্ব চীন সাগর এলাকায় বিমান পরিচালনা করবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন