সিরিয়ায় প্রাণ দিলেন হিজবুল্লাহ কমান্ডার ‘সাইয়্যেদ নাসরুল্লাহ’

সিরিয়ায় প্রাণ দিলেন হিজবুল্লাহ কমান্ডার ‘সাইয়্যেদ নাসরুল্লাহ’


উইসাম শরফুদ্দিন ওরফে সাইয়্যেদ নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন কমান্ডার সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে নিহত হয়েছেন।

রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব-ঘোতায় গত বুধবার রাতে এক যুদ্ধে শহীদ হন কমান্ডার উইসাম শরফুদ্দিন। তিনি হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে ‘সাইয়্যেদ নাসরুল্লাহ’ নামেই বেশি পরিচিত ছিলেন।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিবের নাম সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলনের মুখে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনাদের পশ্চাদপসরণ এবং ২০০৬ সালের যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহ জয়ী হওয়ার কারণে সাইয়্যেদ নাসরুল্লাহ আরব জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয় নেতা।

এদিকে কমান্ডার 'সাইয়্যেদ নাসরুল্লাহ’র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, বুধবারের সংঘর্ষে সিরিয়ার বহু সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার লেবাননের তায়ার জেলার রিশক্‌নানিয়েতে এ হিজবুল্লাহ যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।

বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উত্‌খাতের জন্য যে লড়াই চালাচ্ছে তাতে হিজবুল্লাহ নিজের সংশ্লিষ্টতার কথা ঘোষণা করে গত জুলাই মাসে। সিরিয়ার সরকারি সেনারা কৌশলগত আল-কুসাইর শহরটি বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করার পর সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জানান, তার সংগঠন সিরিয়ার সরকারি সেনাদের পাশে থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে।

বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ সরবরাহ পথ হিসেবে ব্যবহৃত আল-কুসাইর শহরটি তিন সপ্তাহের যুদ্ধের পর গত ৪ জুলাই পুনর্দখল করে সিরিয়ার সরকারি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন